ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. অন্তবর্তী সরকার
  2. অপরাধ
  3. অর্থনীতি ডেস্ক
  4. অস্ত্র
  5. আন্তর্জাতিক
  6. আহত
  7. ইতিহাস
  8. ইলিশ মাছ
  9. উচ্চ বাজার দর
  10. উপহার
  11. এনসিপি
  12. কারামুক্তি
  13. কুমিল্লা
  14. কুমিল্লা প্রতিনিধি
  15. খেলা
আজকের সর্বশেষ খবর

কুমিরা ঘাট থেকে খণ্ডবিখণ্ড দুই লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৫, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা নৌঘাট থেকে আজ সোমবার সকালে দুই নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের দেহ খণ্ডবিখণ্ড অবস্থায় পাওয়া যায়।

ইয়ার্ড মালিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, জাহাজে ডাকাতরা হামলা চালিয়েছিল।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) চট্টগ্রাম জানায়, ঘন কুয়াশায় ভেড়ানোর সময় জাহাজটি লাল নৌকার ওপর তুলে দেওয়া হয়।

নিহত দুই ব্যক্তি হলেন মো. আবদুল্লাহ খালেদ প্রামাণিক ও মো. সাইফুল্লাহ। তাদের দুজনের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আবদুল্লাহপুর গ্রামে। তারা কুমিরা নৌঘাটে কেআর শিপ ব্রেকিং ইয়ার্ডে চাকরি করতেন।

রোববার রাতে ভাঙার জন্য একটি স্ক্র্যাপ (নষ্ট) জাহাজ আনা হয়েছিল। রাতে একটি ডাকাত দল ওই জাহাজে হামলা করে। এ সময় সাগরে একটি নৌকায় চারজন দায়িত্বরত কর্মী প্রতিরোধে এগিয়ে যান। ডাকাতরা তাদের ওপর হামলা করে। এতে দুই কর্মী নৌকা থেকে পড়ে যান। সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই কর্মীর মরদেহ উদ্ধার করেন।

তিনি বলেন, ‘ইয়ার্ডে এর আগেও একাধিকবার ডাকাতির ঘটনা ঘটেছে। এসব বিষয়ে থানায় সাধারণ ডায়েরি ও অভিযোগ করা হয়েছে।’

চট্টগ্রাম শিল্পপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ডাকাতির ঘটনায় দায়িত্বরত দুই কর্মী নিহত হয়েছেন। তবে তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আল মামুন বলেন, নৈশপ্রহরীর নৌকায় ডাকাত দল হামলা চালালে দুজন লাফ দিয়ে প্রাণে বাঁচেন। অন্য দুজন ডাকাতের হামলার শিকার হন। জীবিত উদ্ধার হওয়া নৈশপ্রহরীদের তথ্যমতে, ডাকাতরা হামলা করার সঙ্গে সঙ্গে তারা পানিতে লাফ দেন। নৌকায় থাকা দুজনের ওপর ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ ছাড়া খালেদ প্রামাণিকের গায়ে কাদা থাকায় আঘাতের চিহ্ন দেখা যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আল মামুন আরও বলেন, ‘দুই শ্রমিকের লাশ উদ্ধারের পাশাপাশি আশরাফুল ইসলাম ও রুবেল হাসান নামে অন্য দুই শ্রমিককে সকালে জীবিত উদ্ধার করা হয়েছে।’

তবে স্থানীয়রা জানিয়েছেন, রাতে জাহাজটি ইয়ার্ডে ভেড়ানো হচ্ছিল। তখন সাগরে নৌকায় চারজন কর্মী দায়িত্ব পালন করছিলেন। এ সময় জাহাজের ক্যাপ্টেনের গাফিলতির কারণে ডাকাতরা ডাকাতির চেষ্টা চালায়। ডাকাতদের হামলায় নৌকা থেকে পড়ে যান দুই কর্মী। পরে সাগর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেন।

শ্রমিক অধিকার নিয়ে কাজ করা বিলস চট্টগ্রাম সেন্টারের সমন্বয়কারী ফজলুল কবির বলেন, ঘন কুয়াশায় ভেড়ানোর সময় জাহাজটি লাল নৌকার ওপর তুলে দেওয়া হয়। এ সময় দুজনের মৃত্যু হয়েছে। হংকং কনভেনশন অনুযায়ী, ভেড়ানোর আগে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার ছিল।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।